নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের এক সভায় রাজ্যের অর্থ তথা শিল্প মন্ত্রী অমিত মিত্র ,জানান এই সরকারের আমলে পরিকাঠামো এবং সামাজিক খাতে সরকারি লগ্নি ৮ গুন্ বেড়েছে ফলে সিমেন্টের চাহিদাও বেড়েছে প্রায় সম পরিমান এই সূত্র ধরেই তিনি বলেন আগামী ২-৩ বছরে সিমেন্ট শিল্পে এই রাজ্যে ২৪০০ কোটি টাকার লগ্নি আসতে চলেছে ,তিনি দাবি করেন ২০২১ সালের মধ্যে তারা সিমেন্ট উৎপাদনে ছোঁবেন ৩ কোটি টন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...