বাণিজ্যিক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে ২০২১-২২ অর্থবর্ষে ভারতে সামগ্রিক রফতানির অংক দাঁড়িয়েছে ৪১,৮০০ কোটি ডলারে ।এটি সর্বকালীন রেকর্ড ।মন্ত্রক সূত্রে জানা গিয়েছে পেট্রো পণ্য ইঞ্জিনিয়ারিং পণ্য ,গয়না এবং রাসায়নিক কে রফতানিঅনেকটাই বেড়েছে ।রফতানি সব থেকে বেশি হয়েছে আমেরিকা ,চীন ,হল্যান্ড এবং বাংলাদেশে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...