গতকাল আসামের কার্বি অলংয়ের দিপু তে সরকারি শিক্ষক দের নিয়োগ পত্র তুলে দেয়ার অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান এখন যে ধারা চলছে তাতে ১০ বছর পরে আর কোনো ছাত্রছাত্রী সরকারি স্কুলে পড়তে চাইবে না ।সরকারি স্কুলের শিক্ষক দের হয়তো স্বেচ্ছা অবসর নিতে হবে । তিনি বলেন ২০১২ যেইখানে ৮৪% ছাত্র ছাত্রী সরকারি স্কুলে পড়তো এখন সেইখানে মাত্র ৬৮% ছাত্র ছাত্রী সরকারি স্কুলে পরে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...