সংযুক্ত আরব আমির শাহীর অর্থমন্ত্রীর নেতৃত্বে আগামী ১১ -১৫ মে একটি বাণিজ্যিক প্রতিনিধি দল ভারতেআসছেন উল্লেখ্য ইতিমধ্যেই দুই দেশের মধ্যেই মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে । আগামী ৫ বছরে দুই পক্ষের বাণিজ্য ১০,০০০ কোটি ডলারে নিয়ে যেতে প্রয়োজনীয় আলোচনা হবে বলে মনে করা হচ্ছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...