গতকাল গুয়াহাটিতে একসঙ্গে ২২,৯৫৮ জন কে নিয়োগ পত্র প্রদান করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ।নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি ছিল বছরে এক লক্ষ্য সরকারি চাকরি ও দুই লক্ষ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা ।মুখ্যমন্ত্রী বলেন করোনারটিকাকরণের জন্য প্রথম ৫ মাস নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে জীবন রক্ষাই ছিল প্রথম কাজ ,তবে তিনি বলেন সরকার প্রতিশ্রুতি পূরণেবদ্ধ পরিকর ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...