আগামী মাসেই দেশ জুড়ে শুরু হচ্ছে জাতীয় নমুনা সমীক্ষা । সেই উপলক্ষে বুধবার কলকাতা তে একটি আঞ্চলিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে শেষ হবে শুক্রবার ।এন এস ও তরফে জানানো হয়েছে , দেশের আর্থ সামাজিক পরিস্থিতি বুঝতেইপ্রতি বছর এই সমীক্ষা হয় ।সমীক্ষা তে নাগরিকদের কত % মোবাইল ফোন ব্যবহার করেন ইন্টারনেট কত % ব্যবহারে দক্ষ পরিবার পিছুকত টাকা খরচ করা হয় শিক্ষা ,নিকাশি ,পানীয় জল ব্যবহারে তার তথ্য নেওয়া হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...