অনুব্রত মন্ডল কে তোলা হবে আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে

প্রাথমিক পর্বের সিবিআইয়ের হেফাজতের মেয়াদ শেষে আজ গরু -পাচার কাণ্ডে অনুব্রত মন্ডল কে তোলা হচ্ছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ।জানা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেষ্ট কে নিজেদের হেপাজতে রেখে আরও জেরা করতে চায় ,সেই মর্মে আবেদন করা হবে আদালতে ।উল্লেখ্য গত ১০ দিন যাবৎ কেষ্ট সিবিআই হেপাজতে রয়েছে ।