
গতকাল ভারী বৃষ্টি তে স্তব্ধ হয়ে যায় মুম্বাইয়ের জনজীবন ,গতকাল বিকাল ৪:৩০ তে ভারী বৃষ্টি হয়ে মুম্বাই সহমহারাষ্ট্রের বহু এলাকা তে ।বৃষ্টির জেরে বহু চলাচল ব্যাহত হয় , সেন্ট্রাল রেলের মেইন লাইনে জল জমে যাওয়াতে ট্রেন চলাচল বাতিল হয় কিছুক্ষনের জন্য ।একটি বড় পাঁচিল ভেঙে ৪ জন আহত হয় ।পরে রাতের দিকে জল নামতে শুরু করলে ।