নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সাগর থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় পেথাই প্রায় ১০০ কিমি গতিতে আছড়ে পড়লো অন্ধ্র প্রদেশের উপকূল বর্তী জেলা কাঁকিনারা , বিশকাপত্তনম এবং উত্তর অন্ধ্রপ্রদেশের অন্যান্য জায়গায় এর ফলে গাছ পালা পরে বিদ্যুতের খুঁটি ভেঙে এবং তার ছিড়ে বিস্তীর্ণ এলাকা অন্ধকার হয়ে পড়েছে ।প্রবল বেগে ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্র প্রদেশ এবং তার লাগোয়া উড়িষ্যার জেলা গুলিতে এবং এর প্রভাব পড়েছে ওড়িশা এবং পশ্চিম বঙ্গের উপকূল বর্তী জেলাগুলিতে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...