রাজ্যে প্রাথমিকের টেট হবে আগামী ১১ ডিসেম্বর ২০২২, আজ বৃহস্পতিবার রাত ১২ টা অব্দি আবেদন করার শেষ সময় ।গতকাল ফের সংশোধনী প্রকাশ করে শিক্ষা পর্ষদ জানিয়েছে ২০১০ শালের ২৩ আগস্টের আগে যারা স্নাতক হয়েছেন তারাও আবেদন করতে পারবেন । সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতকে ৪৫% এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৪০% নম্বর থাকতে হবে বি এড য়ে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...