আজকে এডিলেডের মাঠে ভারতীয় সময় ১টা ৩০ মিনিটে ভারত মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে ।ভারতের রোহিত শর্মা চোট নিয়ে শঙ্কা থাকলেও তিনি খেলবেন বলে জানা যাচ্ছে ,দল তার কাছ থেকে ভালো রানআশা করছে ।সূর্য কুমার যাদব ও কোহলির ব্যাটের উপরে ভরসা করে ভারতের ব্যাটিং ইনিংস গড়ে উঠবে ।সূর্য যাদবের অবিশাস্য ব্যাটিং ভারত কে ফাইনালে নিয়ে যাবে বলে বিশ্বাসী ভারতীয় সমর্থকেরা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...