কয়লা চুরি মামলায় ইসি এলের প্রাক্তন নিরাপত্তা আধিকারিক রাজা পাল কে দিল্লীর দফতরে ডেকে পাঠিয়েছে ইডি ।উল্লেখ্য তার আগে সিআইডি ও সিবিআই তাকে জিজ্ঞেসাবাদ করেছে ।বুধবার ফোনে রাজা পাল বলেন ইডি আমাকে ডেকেছে অবশ্য যাবো ।তবে কবে তিনি দিল্লিতে যাবেন সেই নিয়ে এখনো কিছু ঠিক হয়নি ,কয়লা চুরির বিরুদ্ধে গঠিত টাস্ক ফোর্সের প্রধান ছিলেন তিনি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...