নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ এক সাখ্যাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি বলেন রিসার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উরজিৎ পটেল কে পদত্যাগ করার কোনো নির্দেশ কেন্দ্রীয় সরকার দেননি । রিসার্ভ ব্যাঙ্কের সংরক্ষিত পুঁজিতে হাত দেয়ার কোনো দরকার নেই কেন্দ্রীয় সরকারের,রাজনৈতিক মহলের বিশ্বাস ঘরে বাইরে সমালোচনার ঝড় সহ্য করতে না পেরে এই সাফাই দিয়েছেন অর্থমন্ত্রী । উল্লেখ্য গত ১০ ই ডিসেম্বর হটাৎ রিসার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে পদত্যাগ করেন পটেল তার পরেই এই ইঙ্গিত ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...