ভারত এইবার জি ২০ শীর্ষ বৈঠকে আয়োজক দেশ হিসাবে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে ,তাই নয়াদিল্লির তরফ থেকে ঢাকার কাছে আমন্ত্রণ গিয়েছে অতিথি দেশ হিসাবে জি ২০ সম্মেলনে যোগ দেয়ার ,জানা যাচ্ছে ঢাকা এই আমন্ত্রণ স্বীকার করেছে । জানা যাচ্ছে জি ২০ বৈঠকের পাশাপাশি মোদী ও হাসিনার দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে ,কূটনৈতিক মহলের যেহেতু সেই সময় বাংলাদেশে আসন্ন নির্বাচন তাই এই বৈঠক বাংলাদেশের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...