অভিনেতা গায়ক অনু কাপুর কে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে আচমকা বুকে ব্যাথার জন্য ।হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ৬৬ বছর বয়েসী এই অভিনেতা বর্তমানে স্থিতিশীল অবস্থায় কার্ডিওলজি বিভাগে ভর্তি আছেন ।২৪ ঘন্টা তাকে,নজরদারি তে রাখা আছে ।ধীরে ধীরে তিনি ঠিক হচ্ছেন ,ভিকি ডোনার ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...