আজ ভুবনেশ্বরে বাংলার মরণবাঁচন লড়াই মনিপুরের বিরুদ্ধে ,সন্তোষ ট্রফিতে শেষ চারের খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে অবশ্য মনিপুরের সাথে জেতা ছাড়া কোনো রাস্তা নেই ।বর্তমানে সন্তোষ ট্রফিতে প্রথম চারে আছে সার্ভিসেস ,মেঘালয় ,মনিপুর ও রেল ।এই মুহূর্তে বাংলার স্থান পঞ্চমে ,কোচ বিশ্বজিৎ বলেন আমাদের জেতা ছাড়া উপায় নেই ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...