ভারতীয় ফুটবলের সব্যসাচী ফুটবলার তুলসীদাশ বলরাম গতকাল প্রয়াত হলেন , তুলসীদাস বলরামের দুটি পায় সমান ভাবে চলতো বলে তাকে সব্যসাচী ফুটবলার বলা হতো । তার সম্মন্ধে বলতে গিয়ে সুকুমার সমাজপতি বলেন ,আমার ঘনিষ্ঠ বন্ধু বলরাম দা আমরা একই ক্লাবে খেলতাম । তার সারা মাঠ জুড়ে খেলা দর্শকদের অভিভূত করতো । তার ডান ও বা পা সমান ভাবে কাজ করতো বলে বিপক্ষ বুঝতেই পারতো কোন পায়ে তাকে আটকাবে ।তার মৃত্যু তে ইস্টবেঙ্গল ক্লাব শোকাহত ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...