রেলের প্রবীণ যাত্রীদের ছাড়ের সুবিধা ফেরানোর দাবিতে বিভিন্ন মহল থেকে একাধিকবার আর্জি জানানো হলেও ,এখন অব্দি ছাড় মেলেনি ।২০২০-২০২২ শালের মধ্যে দুটি আর্থিক বছরে বয়স্ক দের ছাড় তুলে দিয়ে রেলের মোট আয় হয় ৩৪৬৪ কোটি টাকা । করোনা কাটিয়ে দেশ আবার ছন্দে ফিরলেও মহিলা যাত্রীদের ৫০ এবং পুরুষ যাত্রীদের ৪০% ছাড় এখনো মেলেনি ,আর ৬০ বছর তার বেশি বয়েসী রুপাত্বর কামি যাত্রীদের ও ছাড় এখনো মেলেনি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...