ঘূর্ণিঝড় মোকা পশ্চিমবঙ্গে সরাসরি হামলা না করে আপাতত ঘাঁটি গেড়েছে বঙ্গোপসাগরে ,সরাসরি বঙ্গভূমিতে আঘাত না হেনেও হাওয়া টেনে নিয়ে পশ্চিমের তপ্ত হাওয়া অনুপ্রবেশের গরম দিচ্ছে ।অর্থাৎ দূরবর্তী ঝড়ের প্রভাবে রুদ্রতাপে পুড়ছে গাঙ্গেয় বঙ্গ ও উত্তর বঙ্গের মালদহ ও দুই দিনাজপুর ।আবহাওয়া বিদ রা জানিয়েছে শুক্রবার থেকে বাংলাদেশ ও মায়নামারের দিকে মোর নিয়েছে মোকা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...