আজ সকাল ৭ টার কিছু পরে নবনির্মিত সংসদ ভবনের চত্বরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।প্রথমে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন তিনি তার পরে অংশ নেন পুজো ও যোগ্যে ।এর পর ভাষণে তিনি বলেন স্বাধীনতার ৭৫ বছরে দেশ বাসীকে উপহার এই সংসদ ভবন ,তিনি বলেন এই সংসদ ভবন শুধু একটি ভবন নয় এটি ১৪০ কোটি মানুষের প্রতিবিম্ব ।তিনি বলেন ২৮ সে মে তারিখ টি দেশের উন্নয়নের সাথে জুড়ে গেলো ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...