আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হকি ফেডারেশন ৩৯ জনের সম্ভাব্য দল বাছাই করলো ।আজ বেঙ্গালুরুর সাই তে শুরু হবে শিবির চলবে ১৯ সে জুলাই অব্দি ,তার পরে স্পেন সফরে যাবে হকি দলটি ।চার দলীয় প্রতিযোগিতা তে ভারতের সঙ্গে থাকবে নেদারল্যান্ডে য়ের ,স্পেন এবং স্থানীয় একটি দল ।তবে এর পরে চেন্নাইয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকবে কোরিয়া ,মালেশিয়া ,পাকিস্তান ,জাপান ও চীন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...