শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি মামলার সূত্রে গতকাল আলিপুর আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বাঁকা পথে চাকরি পাওয়া মুর্শিদাবাদের চার শিক্ষক ” সামির ও সাইগার হুসেন ” সৌগত মন্ডল ও জহিরুদ্দিন শেইখ কে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন ।আইনজীবী দের একাংশের দাবি বাঁকা পথে চাকরি পাওয়া বহু শিক্ষক এখনো এই চাকরি করছেন ,বিচারকের এই পদক্ষেপের পরে তারা সতর্কিত হবেন ,তবে আরেকপক্ষের মত ঘুষ দেওয়ার অপরাধে জেল যাওয়ার ভয় থাকছে বহু অযোগ্য শিক্ষক দের ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...