ইডির আতশ কাঁচের নিচে অভিনেতা অভিনেত্রীরা

এক বেটিং আপের বিজ্ঞাপনি প্রচারের মুখ হিসাবে ছিলেন রণবীর কাপুর ,তদন্তের স্বার্থে ইডি তাকে ডেকে পাঠান ,তিনি দুই হপ্তা সময় চেয়েছেন । ওই আপের সঙ্গে যুক্ত থাকার কারণে ইতিমধ্যেই ইডির সমন পেয়েছেন অভিনেতা কপিল শর্মা ,হীনা খান প্রমুখ ,জানা যাচ্ছে খুব শিগ্রই ইডি তাদের ডেকে পাঠাবে ।