ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস ও এসপি মধ্যে যে জটিলতা তৈরি হয়েছে ,তার ফায়দা নিতে মাঠে নেমে পড়েছে বিজেপি নেতৃত্ব । কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন আমি অখিলেশ যাদবের সঙ্গে একমত হই না তবে সম্প্রতি অখিলেশ যাদব কংগ্রেস কে জালিয়াত বলে যে আক্ষা দিয়েছে তা একদম ঠিক ,কংগ্রেস নিজেদের প্রতিশ্রুতি কিছুই পালন করে না ।কর্নাটকে জেতার আগে বেকার ভাতার কথা বলা হয়েছে কিন্তু ক্ষমতায় এসে তা ভুলে গিয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...