বিধান নগরের ৩৫-৩৬ নম্বর ওয়ার্ডে দুটি বেআইনি বাড়ির নির্মাণ নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে ।বে আইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে আদালত ।সেখানকার সাধারণ নাগরিক রা প্রশ্ন তুলেছেন কি করে পুর প্রতিনিধির চোখের সামনে ওই বেআইনি নির্মাণ তৈরি হলো । শেষ পর্যন্ত ওই পুরসভার অভিযোগের ভিত্তিতে ওই নির্মাণ সংস্থার ৫ জন কে গ্রেপ্তার করলো বিধাননগর পুলিশ ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...