আগামী ৫ মার্চ চারদিনের জন্য দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে যাচ্ছেন ভারতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ,জানা যাচ্ছে দুই দেশের বিদেশমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বৈঠক করবেন তিনি ।এই ছাড়াও কোরিয়ার সঙ্গে রয়েছে যুগ্নকমিশনের বৈঠক ,আর জাপানের সঙ্গে হবে বিদেশ মন্ত্রী পর্যায়ের সরষে কৌশলগত বৈঠক ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...