ক্যান্সারের গবেষণা তে নতুন দিশা দেখালো মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার ।সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় বারের জন্য ক্যান্সারের আক্রমণ প্রতিহত করতে তারা একটি ওষুধ আবিষ্কার করেছে ,যা দ্বিতীয়বার ক্যান্সারের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম ,দ্বিতীয়বার রেডিয়েশন ও কেমোথেরাপির পার্শ প্রতিক্রিয়া ৫০% কমিয়ে দেবে এই ওষুধ ,টাটা মেমোরিয়ালের সিনিয়র ক্যান্সার সার্জেন্ট একটি টিভি কে দেওয়া সাখ্যাত্কারে বলেন ,অন্য সুস্থ্য কোষে যাতে না ছড়িয়ে পরে তাই এই ওষুধ দাম মাত্র ১০০ টাকা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...