আগামী ১লা জুলাই শিয়ালদাহ স্টেশনের সব প্লাটফর্ম থেকে ১২ টি কোচের লোকাল ট্রেন ছাড়বে বলে জানান শিয়ালদহের ডিআরএম দীপক নিগাম ।সব কাজকর্ম শেষ হওয়াতে ইতিমধ্যেই ১-৫ নম্বর প্লাটফর্ম থেকে ১২কোচের লোকাল ট্রেন ছাড়ছে,৯ কোচের ট্রেন গুলোকেই ১২ কোচে পরিবর্তন করা হচ্ছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...