গতকাল সাধারণ মানুষ তাকিয়ে ছিল প্রাক বাজেট আলোচনা তে স্বল্প সঞ্চয়ের সুদ বাড়ানো হবে কিনা তা জানতে ।কিন্তু গতকাল অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই ) ও সেপ্টেম্বরে স্থির থাকছে সুদের হার ।পিপি এফ ,এনএসসি কিষান বিকাশ প্রকল্প ,মাসিক আয় প্রকল্প ,সিনিয়র সিটিজেন সেভিংস স্কিং ,মেয়াদি জমা এবং সুকন্যা সমৃদ্ধি তে প্রথম ত্রৈমাসিকের মত একই থাকছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...