সবুজ মেরুন সূত্রে জানা যাচ্ছে অস্ট্রেলিয়া ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেন চুক্তি পত্রে সই করেছেন মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে ।সৌদি আরবের ক্লাবের থেকে মোহনবাগান সুপারগায়েন্টের প্রিওস্তাব ভালো হওয়াতে অবশেষে তিনি সই করলেন সবুজ মেরুনের হয়ে ।প্রাথমিক ভাবে তিন বছরের জন্য সই হলেও জানা যাচ্ছে আরো এক বছরের জন্য চুক্তি বাড়তে পারে ।দ্বিতীয় সবুজ মেরুনে দিমিত্রি ও কামিংস মত অস্ট্রেলিয়ান ফুটবলার থাকায় তিনি স্বাচ্ছন্দ বোধ করছেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...