গতকাল হাজার হাজার মানুষের চোখে জলে বিদায় দেওয়া হলো পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্জি কে । প্রেসিডেন্সির বাংলা বিভাগের পড়ুয়ারা ডিওয়াইএফআই য়ে দীনেশ মজুমদার ভবনের সামনে বড় বড় অক্ষরে লিখেছে রবীন্দ্রনাথের কবিতা । পোস্টারের শেষে লেখা আছে শেষ নাহি শেষ কথা কে বলবে । বেলা ১১ টা নাগাদ তার সব বাহি গাড়ি বিধানসভার আলিমুদ্দিন ঘুরে এন আর এসে আসে দেহ দানের জন্য । রাস্তার পাশে ছিল হাজার হাজার অগুনতি মানুষের ভিড় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...