১৪ অগাস্ট মধ্য রাত্রে যে ব্যাপক ভাংচুর চালায় হার্মাদ রা তা আটকাতে ব্যর্থ হয়ে পুলিশ পালিয়ে যায় । এই ঘটনা তে সমাজ মাধ্যম থেকে পাওয়া চিত্রে ৩৭ জন কে জিজ্ঞেসাবাদ করে পুলিশ জানতে চাইছে কোনো রাজনৈতিক দলের নেতার হাত রয়েছে কিনা ,যদিও উত্তর এখনো অধরা । সূত্রের খবর ওই ঘটনা তে কর্তব্যে গাফিলতির জন্য দুই জন সহকারী নগরপাল এক জন ইন্সপেক্টর কে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...