আজ ডুরান্ড জয়ী নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব । কলকাতা বাসীরা তাকিয়ে আছে মহামেডানের সাফল্যের দিকে ।মহামেডানের কোচ জোর দেন মজবুত রক্ষণের উপরে । নর্থঈস্টের আক্রমণ ভাগ কেই ভয় পাচ্ছে মহামেডান ।তবে গতকাল কলকাতা লীগেরর প্রিমিয়ার ডিভিশনে কাস্টমসের কাছে পরাজিত হয় মহামেডান ২-১ গোলে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...