গতকাল ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা ,নীলরতন সরকার হাসপাতালে সব জুনিয়র ডাক্তারদের নিয়ে একটি জিবি মিটিং করে নবান্নে আসন্ন মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করার বিষয়ে । ওইখানে একটাই সিদ্ধান্ত হয় তাদের ১০ দফা দাবি মানা হলে অনশন তারা তুলবেন না ।গতকাল ইমেলে জুনিয়র ডাক্তার রা মুখ্যসচিব রা কোনো আগাম শর্ত মেনে আলোচনা করবেন না তা জানিয়ে দিয়েছেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...