গতকাল, বিজেপি প্রার্থী রূপক মিত্রের তিনটি প্রচার সভা ছিল আসন্ন উপনির্বাচন ঘিরে , প্রথম টি ডোর টু ডোর ক্যাম্পেইন , নৈহাটিতে । ৩ নম্বর বিজয়নগর নগর থেকে ২ নম্বর কলেজ মোড় অব্দি রালি সকাল ১০ টা নাগাদ । দ্বিতীয় রালি টি ছিল কাঁপা এক্সিস ব্যাঙ্ক এটিএম থেকে বাবা ঠাকুরতলা চারাপোল অব্দি । তিনি বাবা ঠাকুরতলা মন্দির দর্শন করেন ,ডোর টু ডোর ক্যাম্পেইন করেন সহ সাথীদের নিয়ে , এবং এলাকার মানুষদের সাথে নিবিড় জনসংযোগ করেন । শেষ কর্মসূচিটি ছিল চায়ে পে চর্চা ,সেই খানে তিনি নৈহাটির হাটে ক্রেতা ও বিক্রেতাদের সাথে জনসংযোগ করেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...