গতকাল তামিল নাড়ুর উপকূলে ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় ফেঙ্গলের ,তার আগেই রাজ্য জুড়ে ঝড়ের দাপট ও ভারী বৃষ্টি শুরু হয়েছে ,বন্দ করা হয়েছে চেন্নাই বিমানবন্দর ।হাওয়া অফিস জানিয়েছে ,ঘূর্ণিঝড় ফেঙ্গল তামিল নাড়ু ও পুদুচেরির উপর দিয়ে ৭ কিমি এগিয়েছে ।চেন্নাইয়ে ফেঙ্গলের কারণে একজনের মৃত্যু হয়েছে তিনি পরিযায়ী শ্রমিক । হাওয়া অফিস জানিয়েছে ,তার ফলে চেন্নাই ,পুদুচেরি ,ভিল্লুপুরম ,চেঙ্গলপাট্টু ,কাড্ডালোরের মধ্যে ব্যাপক প্রভাবে ব্যাহত হবে রেল ,সড়ক ও বিমান পরিষেবা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...