২০২৪ শালের জুন মাস থেকে টলিগঞ্জ ষ্টুডিও পাড়া তে ফেডারেশন ,টেকনিশিয়ানের সংঘাত চলছে ।পরিচালক রাহুল মুখার্জিকে ব্যান করার ঘটনা দিয়ে এই সব কিছুর সূত্রপাত ।আজ শনিবার ,নতুন ছবির শুটিংয়ে উত্তরঙ্গ যাওয়ার কথা ছিল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও তার টিমের ।কিন্তু শুক্রবার সকালে ফেডারেশনের তরফে জানানো হয় ,এই ছবির শুটিং কোনো কলাকুশলী অংশগ্রহণ করবেন না ,কারণ তারা অন্য ছবি নিয়ে কাজে ব্যস্ত তাই যেতে পারবে না ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...