রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনেই শিবির গুলোতে লক্ষ্যাধিক লোকের ভিড়ের কথা ঘোষণা করলো ।সূত্রের খবর ,এই দিন গোটা রাজ্যে প্রায় ১৪ হাজার শিবির তৈরি হয়েছিলো ,সেগুলিকে সম্মিলিত ভাবে ৫ লক্ষের বেশি মানুষ যোগাযোগ করেছে ।সরকার দাবি করছে এই কর্মসূচি গুলিতে ১ লক্ষের ও বেশি শিবির তৈরীর পরিকল্পনা আছে সরকারের ,১ লা ফেব্রুয়ারি অব্দি এই কর্মসূচিতে সব মিলিয়ে ৩৭ টি প্রকল্পের সুবিধা পেতে আবেদন করবেন উপভোক্তারা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...