আগামী রবিবার দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন ট্রফির লীগের খেলা তে ভারত মুখোমুখি হচ্ছে নিউ জিল্যান্ডের ।দুটি দল সেমিফাইনালে উঠে গেলেও যে জিতবে সে এই গ্রপে চ্যাম্পিয়ন হবে ।বিরাট কোহলি ,রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সমীর অনুশীলনের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে দিয়েছে বোর্ড,ভক্তরা ভিড় জমিয়ে তাদের প্র্যাকটিস দেখছিলো ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...