গাড়ি বিক্রেতা সংগঠন ফাডার তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে ,প্রথাগত জ্বালানি গাড়ির পরে দেশে কমলো বৈদ্যুতিক গাড়ির বিক্রি ।ফাডার তরফে বলা হয়েছে জানুয়ারির ৯৮ হাজার থেকে কমে বিক্রি নেমেছে ৭৬ হাজারে । যাত্রী গাড়ির বিক্রি ২০.৫% কমেছে । বাণিজ্যিক ও তিন চাকার গাড়ি বিক্রি ১২% কমেছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...