ফেলে দেওয়া পুজোর ফুল ও পাতা থেকে ভেষজ আবির ও ধূপকাঠি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং সেই মত উৎপাদন ও শুরু হয়েছিল ।উত্তর দমদম পুর-কর্তৃপক্ষ জানান উৎপাদন যোগ্য বস্তু দুটি দুটি পরীক্ষাগাঢ় থেকে পরীক্ষা করা হয়েছে ।সেইখান থেকে শংসা পত্র মেলার পরেই গত মঙ্গলবার ,উত্তর দমদম পুরসভার ওই বিপণির উদ্বোধন করলেন স্থানীয় বিধায়িকা চন্দ্রিমা ভট্টাচার্জি ,চারটি স্থান হলো পুরভবন ,পাঠানপুর মোর ,২৩৭ নম্বর বাসস্ট্যান্ড ও বিশরপাড়া ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...