গতকাল প্রায় ৪০০০ মত দলীয় প্রতিনিধি ও পদাধিকারী দের সঙ্গে বৈঠকে কাজের ভিত্তিতে সংগঠন সাজানোর সিদ্ধান্ত নিয়ে সকল কে বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ।এই বার তালিকা তে নতিবদ্ধ হওয়া প্রতিটি নতুন নামের নজরদারির দায়িত্ব ও তার প্রক্রিয়া নির্দিষ্ট করে দিলেন সাধারণ সম্পাদক । এই ছাড়া যারা দলের বিজেপির সঙ্গে যোগাযোগ করে ক্ষতি করেছিল তাদের প্রতি ও বার্তা দিলেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...