গতকাল ইডি আদালতে জানিয়েছেন যে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্যীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ।সম্প্রতি বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে কল্যাণময় ওই মামলা তে রাজসাক্ষী হতে ইচ্ছুক বলে জানিয়েছেন তার আইনজীবী মারফত ।বিচারক তা মঞ্জুর করে ,কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদাল কে সেই জবানবন্দি গ্রহণের নির্দেশ দেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...