গতকাল মুম্বাইয়ের মাঠে আইপি এলের লীগের খেলা তে প্রথমে ব্যাট করে আরসিবি তোলে ৫ উইকেটে ২২১ রান ।কোহলি ৬৭ রান করে এবং পাতিদার ৬৪ রান করেন এবং ম্যাচের সেরা হন ।ওপর দিকে মুম্বাই ইন্ডিয়ান নির্দিষ্ট ওভারে ৯ উইকেটে ২০৯ রান করেন ।তাদের হয়ে সর্বোচ্চ রান করেন তিলক ভার্মা এবং আর সিবি জয়ী হয় ১২ রানে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...