ঋণে রেপো রেটের সঙ্গে সম্পর্ক যুক্ত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমালো রাষ্ট্রায়াত্ব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ।তার ফলে ঋণে সুদের হার ৯% থেকে কমে হলো ৮.৮৫%।শনিবার থেকে নতুন হার কার্যকর হয়েছে ।মূল্য বৃদ্ধির হার কমা এবং শুল্ক যুদ্ধ তৈরি হওয়ার আবহাওয়া তে ঋণ নীতি তে ২৫ বেসিস পয়েন্ট করে ছাড়ছে ভিন্ন রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক গুলি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...