সূত্রের খবর এখন থেকে প্রতি ত্রৈমাসিকে শহরঅঞ্চলে বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্র । পরিসংখ্যান ও প্রকল্প সূত্রের খবর ,১৫ মে থেকে তা মাসিক ভিত্তিতে প্রকাশিত হতে চলেছে । মন্ত্রকের এক আধিকারিক বলেন, আগামী ১৫ মে থেকে প্রথম তিন মাসের তথ্য প্রকাশ করা হবে , এই প্রথম আমরা তা করতে চলেছি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...