খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতায় মেট্রোর যে নয়া রেক এসেছে তাতে দেখা যাচ্ছে যাত্রী সুবিধার জন্য রাখা হয়েছে হুইল চেয়ার ,সিসি ক্যামেরা এবং মাইক যাত্রীদের সাথে যোগাযোগ রাখার জন্য । যাত্রীর অভিযোগ সোনার পাশাপাশি নিজের ক্যাবিনে বসে পারিপার্শ্বিক অবস্থা দেখতে পারবেন চালক ।এমার্জেন্সি ক্ষেত্রে যাত্রীদের নামাতে এই কোচ থেকে প্লাটফর্মে নামতে সময় লাগবে মাত্র ২৫ সেকেন্ড ,বাড়ছে দরজার পরিসর এতে যাত্রীদের ওঠা নামাতে সুবিধা হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...