গতকাল দিন ভর এসএস সি ভবনের সামনে গার্ডরেলের দুই পাশে যোগ্য এবং অযোগ্য শিক্ষকেরা ( তালিকা তে নাম না থাকা এবং থাকা ) দুই ভাগে ভাগ হয়ে শ্লোগান দিতে শুরু করে চাকরির দাবি তে । দুই দল শ্লোগান দিয়ে তাদের যোগ্যতার কথা বলে । যারা অযোগ্য তারা রাস্তায় বসে বলে কিসের ভিত্তিতে তাদের তালিকা তে নাম নেই ,কারণ তৃতীয় কাউন্সিলের মধ্যেই তাদের নিয়োগ করেছিল এসএসসি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...