গত ৫ দিনে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর, গুলি গোলা চলছে দুই দেশের সৈন্যদের মধ্যে । পাশাপাশি চলছে কাশ্মীরের সেনা ও পুলিশের জঙ্গিদের বিরুদ্ধে অভিযান ।তার মধ্যে পাকিস্তান দাবি করেছে তারা ড্রোন নামিয়েছে জম্মু ও কাশ্মীরে । তার ফলে ৪৮ টি পর্যটন স্থল কে সংবেদনশীল বলে চিন্নিত করে বন্ধ করে দেওয়া হয়েছে ।তার মধ্যে আছে কোকোরনাগ ,দুধ পাথারি ,আচ্ছাবল ,বাঙ্গাস ভ্যালি ,মর্গান প্যাস তবে ইত্যাদি ।তবে ডাল লেক ,মোগল গার্ডেন ,গুলমার্গ ,সোনমার্গ ,পহেল গাঁও পর্যটক দের জন্য খোলা থাকছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...