গতকাল আইপি এলের লীগের ম্যাচে কেকে আর টান টান ম্যাচে ১ রানে হারায় রাজস্থান রয়্যালস কে । প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স তোলে ৪ উইকেটে ২০৬ রান । ২৫ বলে ৫৭ রান করে নট আউট থাকেন আন্দ্রে রাসেল এবং ম্যান অফ দি ম্যাচ হয় । জবাবে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে ২০৫ রান করে ।রিয়ান পরাগ ৪৫ বলে ৯৫ রান করে ।